Search

বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

সাহেদ-সাবরিনার উত্থান সরকারের ছত্রছায়ায় – বিএনপি

প্রভাতী ডেস্ক : স্বাস্থ্য খাতে দুর্নীতি ও মানব পাচারের প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ই জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপি।

করোনা মহামারির মধ্যে চিকিৎসার নামে প্রতারণা আর জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার মো. সাহেদ ও ডা. সাবরিনা আরিফ চৌধুরীর উত্থান সরকারের নীতির কারণেই বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মানুষ মরে মরুক আমি (সরকার) তো ঠিক আছি, জনগণ চুলায় যাক, আমি তো ঠিক আছি- এটা হচ্ছে বর্তমান সরকারের নীতি। এই নীতির কারণেই আজ সাহেদ-সাবরিনাদের উত্থান হয়েছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে অপর এক মানববন্ধন কর্মসূচিতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রুহুল কবির রিজভী আরো বলেন, হাসপাতালে আইসিইউ নেই, বেড নেই, ভেন্টিলেটর নেই, মাস্ক নেই। আক্রান্ত রোগী রাস্তায় মরছে, অ্যাম্বুলেন্সের মধ্যে মরছে। সরকারি হাসপাতালগুলো নরকে পরিণত হয়েছে। বেসরকারি হাসপাতালের একজন রোগীর ৯ লাখ টাকা বিল হয়েছে। যেন দেখার কেউ নেই।

শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের দাবি জানিয়ে রিজভী বলেন, আজকে শিক্ষার্থীদের অভিভাবকরা টিউশন ফি কমানোর দাবি জানিয়েছেন। দেশের সব স্কুল-মাদ্রাসায় টিউশন ফি একেবারে বাতিল করে দিতে হবে। এটাই হবে এই মুহূর্তে সবচেয়ে মানবিক কাজ।

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করে মানববন্ধনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, সরকারের ভুলের কারণে করোনাভাইরাস মহামারিতে রূপ নিয়েছে। তাই করোনায় আক্রান্ত মৃত্যুকে হত্যা বলব।

‘করোনা পরীক্ষার জাল সনদ বিক্রি, অর্থ ও মানব পাচার এবং মহাদুর্নীতির প্রকোপ বৃদ্ধির প্রতিবাদে’ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পরিচালনায় যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও মহিলাদলের নেতারা বক্তব্য দেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print