রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

৩ মাস পর বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু !

প্রভাতী ডেস্ক : করোনা মহামারীতে তিন মাস বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার প্রথম প্রহরে রাত ২টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ৩৩ যাত্রী নিয়ে ঢাকায় আসে।

আর রাত ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে ২৭৪ যাত্রী নিয়ে দোহার উদ্দেশ্যে ছেড়ে যায় কাতার এয়ারওয়েজের বিমান।

এই তথ্য জানিয়েছেন শাহজালাল বিমান বন্দরের পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান। তিনি জানান,কাতার এয়ারওয়েজ আপাতত সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। ২১শে জুন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লন্ডন রুটে ফ্লাইট চালু করবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় ১৬ই মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। পরে অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট বন্ধ রাখা হয়। এমনকি অভ্যন্তরীণ ফ্লাইটও বন্ধ রাখা হয় কিছু দিন।

অবশেষে আন্তর্জাতিক রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হলেও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বেঁধে দেয়া স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনেই কাজ চালাতে হবে এয়ারলাইনসগুলোকে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print