
জয়নাল আবেদীন আসিফ: মানবিক কাজের অংশ হিসেবে এবার ছিন্নমূল ও ভাসমান পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে দূরবীণ ফাউন্ডেশন। বুধবার (১০ই জুন) চট্টগ্রামের রেলওয়ে স্টেশন এলাকায় দূরবীণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় শতাধিক ক্ষুদার্থ পথশিশু এবং সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়। ছিন্নমূল মানুষ গুলো উন্নতমানের খাবার পেয়ে অনেক খুশি হয়েছে। দূরবীন ফাউন্ডেশনের সদস্যরা পথশিশু এবং অসহায়দের মাঝে খাবার দিতে পেরে আনন্দ প্রকাশ করেছে। ভবিষ্যতে এই ধরনের মহতি কাজ অব্যাহত রাখার অঙ্গিকার করেন।
চট্টগ্রামের উদীয়মান তরুণ সমাজসেবক মুহাম্মদ আফজাল সুলতান সাফির নিজ হাতে গড়া এই সেচ্ছাসেবী সংগঠন দূরবীন প্রতিনিয়ত মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। দূরবীণ ধারাবাহিকভাবে বিভিন্ন সময় সাধ্যানুযায়ী খাদ্যসামগ্রী ও ত্রাণ সহায়তা প্রদান করে। দূরবীন ফাউন্ডেশন নামক সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আফজাল সুলতার সাফির সাথে কথা বলে জানা যায় , করোনা মহামারীতে তারা তাদের নিজস্ব অর্থায়নে প্রথম ধাপে নিন্ম ও নিন্ম মধ্যবিত্ত শ্রেণির পরিবারের মাঝে চাল, ডাল, আলু , পেঁয়াজ ও তেল ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেয়।যা সকল ব্যক্তি ও সংগঠনের জন্য শিক্ষণীয়। তারা ইতিপূর্বে প্রায় ৫০০ পরিবার ও ১টি এতিমখানায় খাদ্য সহায়তা প্রদান করে।পাশাপাশি রমজানে সেহেরীর খাবার ও ইফতারের ব্যাবস্থা করে দেন।
করোনাকালিন এই বৈশ্বিক মহামারিতে সেচ্ছাসেবী সংগঠন দূরবীন ফাউন্ডেশনের এসব কার্যক্রম সত্যি প্রশংসনীয় বলে মনে করছেন বিশিষ্টজনরা ।