Search

মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা সফর ১৪৪৭ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় নমুনা না দিয়েই করোনা পজিটিভ হলো এক যুবক !

প্রভাতী ডেস্ক : করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা না দিয়েই কোভিড-১৯ ‘পজিটিভ’ হয়েছেন তৌহিদুল ইসলাম নামে এক যুবক। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।

গত মঙ্গলবার(৯ই জুন) জেলায় নতুন যে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে তৌহিদ ১জন।

এ বিষয়ে তৌহিদুল জানান, করোনাভাইরাসের কোনো উপসর্গ না থাকলেও পরীক্ষার জন্য নমুনা দিতে জেলা সদর হাসপাতাল থেকে দেওয়া নির্ধারিত ফরম পূরণ করেন তিনি। গত ৩রা জুন তিনিসহ আরো ৪জন ফরম পূরণ করেন। পরদিন দুপুরে তাদের নমুনা দেওয়ার জন্য হাসপাতালের নমুনা সংগ্রহ বুথে যেতে বলা হয়। কিন্তু ওই দিন দুপুরে জরুরি কাজে আটকে যাওয়ায় তিনিসহ ওই ৪জনের কেউই নমুনা দিতে যাননি।

ওই যুবক বলেন, ‘আমি নমুনা না দেওয়ার পরেও গতকাল মঙ্গলবার আমাকে ফোন করে জানায়, আমি করোনা পজিটিভ। যদিও আমার সাথের বাকি কারো কাছে কোনো ফোন আসেনি।

এখন তৌহিদুলের প্রশ্ন, ‘আমি তো নমুনাই দেইনি, তাহলে পজিটিভ হলাম কীভাবে? তবে করোনা পজিটিভ রোগীর তালিকায় নাম আসায় আমি হোম আইসোলেশনে আছি।’

বিষয়টি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, ‘কী কারণে এমনটি হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে এবং যারা নমুনা সংগ্রহের দায়িত্বে ছিলেন তাদের পুনঃরায় এটি ভেরিফাই করার জন্য বলা হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ‘যাচাই-বাছাইয়ের আগে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print