
প্রভাতী ডেস্ক : চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রামে মেডিকেল কলেজ, সিভাসু ও কমেকে ৬১৬টি নমুনা পরীক্ষা করে আরো ১০৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ৪০৬৮ জন এবং মারা গেছে ৯৮ জন।
রবিবার (৭ জুন) রাতে নমুনা পরীক্ষা শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
শনাক্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরের ৫৫ জন ও উপজেলা পর্যায়ে ৫১ জন রয়েছেন জানিয়ে তিনি বলেন, রোববার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৮৭ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১৪ জন নগরের ও ২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে রোববার ১৫১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে নগরের ৪১ জনের করোনা পাওয়া গেছে।
এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে রোববার ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ২০ জনের করোনা মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে রোববার চট্টগ্রামের ৩০ জনের নমুনা পরীক্ষা করে সাতকানিয়ার ৩জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫১ জনের মধ্যে সাতকানিয়ার ১১ জন, আনোয়ারার ২ জন, চন্দনাইশের ৩ জন, পটিয়ার ১৭ জন, রাঙ্গুনিয়ার ৩ জন, রাউজানের ৯ জন ও সীতাকুণ্ডের ৩ জনের করোনা মিলেছে।