
জয়নাল আবেদীন আসিফ : রমজান মাসে লকডাউনের কারণে বেকার ও অসহায় অনেক পরিবারের পাশে থাকার পর এবার ঈদের দিন ছিন্নমূল ও ভাসমান মানুষদের মাঝে উন্নতমানের রান্না করা খাবার বিতরণ করেছে চট্টগ্রামের বিভিন্ন কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সেচ্ছাসেবী সংঘটন অনির্বাণ।
ঈদের দিন চট্টগ্রামের অক্সিজেন, রৌফাবাদ, আতুরার ডিপু ,২নং গেইট, বায়েজিদ , ওয়াসা , কুলগাঁও এলাকার প্রায় ২৫০ জন অসহায় এবং ক্ষুদার্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছে অনির্বাণের সদস্যরা। ছিন্নমূল মানুষ গুলো উন্নতমানের খাবার পেয়ে অত্যান্ত খুশি হয়েছে ।
স্বেচ্ছাসেবকরা প্রকৃত অসহায় ও ক্ষুধার্ত মানুষদের মুখে খাবার তুলে দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। ভবিষ্যতে এই ধরনের মহতী কাজ অব্যাহত রাখার অঙ্গিকারও করেন তারা।
অনির্বাণ এর পক্ষ থেকে করোনা সংকটে ধারাবাহিকভাবে বিভিন্ন সময় অসহায় মানুষের মধ্যে সাধ্যানুযায়ী খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সেচ্ছাসেবী সংঘটন অনির্বাণের প্রতিষ্ঠাতা
তানভীর হায়দার অভির সাথে কথা বলে জানা যায় , তারা তাদের নিজস্ব অর্থায়নে প্রথম ধাপে একদম নিন্ম ও নিন্ম মধ্যবিত্ত শ্রেণির পরিবারের মাঝে চাল, ডাল, আলু , পেঁয়াজ , তেল ও ডিমসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস ঘরে গিয়ে পৌঁছে দেয়া হয়। যা অত্যান্ত প্রশংসনীয় ও শিক্ষণীয়। তারা ইতিপূর্বে ৫৬টি দরিদ্র পরিবার , ৩টি বৌদ্ধ মন্দির ,১টি হিন্দু মন্দির ও ১টি এতিমখানায় খাদ্য সহায়তা প্রদান করেন। পাশাপাশি ১৭ জন দরিদ্র ব্যাক্তির মাঝে নগদ আর্থিক সহযোগিতাও প্রদান করেছেন।
করোনাকালিন এই বৈশ্বিক মহামারিতে স্বেচ্ছাসেবী সংঘটন অনির্বাণ’র এই কার্যক্রম খুবই প্রশংসনীয় বলে মনে করছেন বিশিষ্টজনরা।