Search

শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

চুয়াডাঙ্গায় পুলিশের মধ্যস্থতায় ভাঙা ঘরে জোড়া !

প্রভাতী ডেস্ক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের মধ্যস্থতায় জোড়া লেগেছে একটি ভাঙা সংসারে। নিজের পিতা-মাতাকে ফিরে পেয়েছে ৯ মাসের একটি শিশু। বৃহস্পতিবার(২১ই মে) জেলা পুলিশের মধ্যস্থতায় নিজেদের ভুলের অবসান ঘটান দামুড়হুদার দম্পতি মাহাবুল ও তৃষ্ণা। ।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের উপপরিদর্শক রাজিবুল হক জানান, ২ বছর আগে দামুড়হুদার জয়রামপুর মল্লিকপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাহাবুল হকের (৩২) সাথে বিয়ে হয় একই উপজেলার তারিনীপুর গ্রামের মিরাজ হোসেনের মেয়ে তৃষ্ণা খাতুনের (২৫)।

তাদের সংসারে রয়েছে আসাদুজ্জামান নামে ৯ মাসের ফুটফুটে এক শিশু সন্তান।

পারিবারিক কলহের কারণে এক মাস আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তৃষ্ণার মা চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগের সূত্র ধরে পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশের উইমেন্স সাপোর্ট সেন্টারের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক বিভা রাণী প্রমাণিক কাজ শুরু করেন। উপপরিদর্শক বিভা রাণী প্রমাণিক উভয় পক্ষকে ডেকে নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেন।

উপ-পরিদর্শক রাজিবুল হক জানান, পরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের মধ্যস্থতায় মাহাবুল ও তৃষ্ণা নিজেদের ভুল বুঝতে পেরে আবারো সংসার করতে রাজি হয় এবং তারা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মাহাবুল ও তৃষ্ণার সিদ্ধান্তে খুশি হয়ে তাদের সন্তান আসাদুজ্জামানকে ঈদ উপহার প্রদান করেন পুলিশ সুপার।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print