Search

রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

জিরি মাদ্রাসার পরিচালক শাহ্ মোহাম্মদ তৈয়ব সেজদারত অবস্থায় ইন্তেকাল

প্রভাতী ডেস্ক : বাংলাদেশের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার জামেয়া জিরি’র (জিরি মাদ্রাসা) মোহতামিম পীরে কামেল আল্লামা শাহ্ মোহাম্মদ তৈয়ব হুজুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ২৪ মে দিবাগত রাত ১টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর পরই জায়নামাজ বিছিয়ে সেখানে সেজদারত অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

মরহুমের সাবেক সহকারী ও একই মাদ্রাসার সাবেক ছাত্র হাফেজ মাওলানা আয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, আল্লামা শাহ্ মোহাম্মদ তৈয়ব হুজুর নিজ মাদ্রাসার মসজিদে এতেকাফ থাকেন। সেখানে গত ৫/৬ দিন আগে থেকে তিনি জ্বরে ভূগছিলেন। শাওয়াল মাসের চাঁদ উদয় হওয়ার পর ইতেকাফ শেষ হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে ভর্তির পর পরই সেখানে জায়নামাজে সেজদারত অবস্থায় মহান আল্লাহ তায়লার ডাকে সাড়া দিয়ে তিনি চলে যান। হাফেজ মাওলানা আয়াজ উদ্দিন আরো জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজের উদ্যোগে আল্লামা শাহ্ মোহাম্মদ তৈয়ব হুজুরের শরীর থেকে করোনা ভাইরাসের স্যাম্পল কালেকশনের ব্যাবস্থা করা হচ্ছে। আল্লামা শাহ্ মোহাম্মদ তৈয়ব হুজুরের মৃত্যুর সংবাদে বৃহত্তর চট্টগ্রামের সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print