Search

রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

আরো বড় ‘পৃথিবী’র সন্ধান পেলেন বিজ্ঞানীরা !

প্রভাতী ডেস্ক: বর্তমানে করোনা নামক মহামারী গোটা বিশ্বের মানুষকে আতঙ্কে রেখে দিয়েছে। কিন্তু যতই গ্রাস করুক মহামারী, মানুষের আবিষ্কারের নেশা কখনো পিছু ছাড়ে না। মহাকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে চোখ রাখতে রাখতে একের পর এক অসাধারণ তথ্য উঠে আসে মহাকাশ বিজ্ঞানীদের হাতে। এবার আবারও মিলেছে এক গ্রহের সন্ধান। সেই গ্রহ নাকি অবিকল পৃথিবীর মতো।

তবে রয়েছে বেশকিছু তফাৎ। এই আবিষ্কার ওয়ান ইন এ্যা মিলিয়ন অর্থাৎ লাখ লাখ আবিষ্কারের মধ্যে অন্যতম সেরা আবিষ্কার বলে চিহ্নিত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সম্প্রতি নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা এই গ্রহের সন্ধান পেয়েছেন, আর সেই আবিষ্কার বিশ্বের অন্যান্য মহাকাশ গবেষকদের কাছে এক নতুন দিক খুলে দিয়েছে। ওই গবেষণাপত্রের মুখ্য গবেষক নিউজিল্যান্ডের আন্তেনিও হেরেরা মার্টিন বলেন, এই আবিষ্কার সত্যিই বিরল। দুটি কারণে এই আবিষ্কার বিরল। একটি হল যেভাবে এই আবিষ্কার হয়েছে এবং এই গ্রহের আকার যা পৃথিবীর তুলনায় তিন থেকে চার গুণ বড় বলেই জানাচ্ছেন ওই মহাকাশবিদ।

দা অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল নামে এক পত্রিকায় এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

এই গবেষণায় যৌথভাবে কাজ করেছে কোরিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। এই গবেষণায় দাবি করা হয়েছে পৃথিবীর মতো এই গ্রহের জন্ম নক্ষত্র থেকে নয়। আরও জানা গেছে, কক্ষপথে ঘুরতে এই গ্রহের সময় লাগে ৬১৭ দিন অর্থাৎ পৃথিবীর যে সময় লাগে তার প্রায় দ্বিগুণ। মহাকাশে মাত্র কয়েকটি গ্রহের সন্ধান পাওয়া গেছে যেগুলো আকারে অথবা কক্ষপথে অনেকটা পৃথিবীর মতো।

এই গ্রহ সেগুলোর মধ্যে একটি। আর এই আবিষ্কার নাকি খুবই বিরল। নতুন এই গ্রহ যদি অন্য কোনোভাবে কক্ষপথে ঘুরত অথবা আকারে আরেকটু ছোট হতো তাহলেই নাকি এটিকে কোনোদিনও দেখতে পেতেন না বিজ্ঞানীরা। ২০১৯ এর জানুয়ারি থেকে এর তথ্য সংগ্রহ করতে শুরু করেন বিজ্ঞানীরা। সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পর তবে এই গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print