Search

শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

ভেঙে গেল চিত্র নায়ক অপূর্বের সংসার !

প্রভাতী ডেস্ক : সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসানের সংসার ভেঙে গেছে। দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানলেন এই দম্পতি। রোববার (১৭ই মে) বিকেলে নাজিয়া হাসান তার ফেসবুকে এই তথ্য জানান। পোস্টে তিনি লিখেন, ‘স্টপ কলিং মি ভাবি এভরিওয়ান।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে নাজিয়া জানান, ‘অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে, এটা সত্য।’ তবে কী কারণে ডিভোর্স হলো, কবে ডিভোর্স হলো তা নিয়ে কিছুই বলতে রাজি হননি তিনি। তার ভাষ্য ছিল এমন, ‘অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে মানুষের এটা জানা দরকার, জানালাম। এর বেশি কিছুই বলতে চাইনা। ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই থাকুক।’

অপূর্ব-নাজিয়ার দাম্পত্য জীবনে আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে। সন্তান কার কাছে জানতে চাইলেও নাজিয়া এড়িয়ে গিয়ে বলেন, আর কিছু জানাতে চাইছি না।

ডিভোর্সের বিষয়ে জানতে অপূর্বর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

উল্লেখ্য, এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print