কেমন আছে সেই ছাত্রলীগ নেতা -কর্মীদের পরিবার, খবর রেখেছেন কি? প্রতিটি আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে মিছিল মিটিং এবং বর্তমানে দেশের এমন কান্তিলগ্নে সাধারন মানুষের পাশে দিন-রাত নেতার নির্দেশে কাজ করে যাচ্ছে ছাত্রলীগের হাজার হাজার নেতা-কর্মী! এসব নেতা-কর্মীদের মধ্যে অনেকের পরিবার অস্বচ্ছল। তাদের এই পরিবারগুলো কেমন আছে কেউ খোঁজ- খবর নিয়েছেন কি? সময় থাকতে দয়া করে তাদের পরিবারের খোঁজ-খবর নেন।
যেই নেতারা মিটিং মিছিলের জন্য প্রিয় ছোট ভাইদের ফোন করে করে বিরক্ত করতেন এবং ১০ জন ছেলে কম হলে রাগ/অভিমান করে বকাঝকা করতেন, যা তা বলতেন। আজ সেইসব ভাইদের বাসায় হয়তো অর্থ ও খাবার নেই। কিন্তু এসব ভাইয়েরা লজ্জায় কিছু বলতে পারে না, নিজের দারিদ্রতার কথা বলে কিছু চাইতে পারে না। কিন্তু তাই বলে কার পরিবার কেমন আছে সেটার খোঁজ খবর নেওয়া কি নেতৃবৃন্দের উচিত না?
মনে রাখবেন এই সময়ে কর্মীদের একটু খোঁজ খবর নিলে সারাজীবনের জন্য তাদের মনে জায়গা করে নেওয়ার একটি সুযোগ হবে।
বি:দ্র: কাউকে ছোট করার জন্য লিখিনি, মানবিক দায়বদ্ধতা থেকে এই লিখা।
এস.এস.বিশাল
সংগঠক
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।