প্রভাতী ডেস্ক : মহামারী করোনাভাইরাসে সংকটময় পরিস্থিতিতে ঋণের জন্য আবেদনকারী আইনজীবী সদস্যকে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা ঋণ দেবে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।
এই ঋণ গ্রহণকারী সদস্যদের পাঁচ কিস্তিতে ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে সমুদয় অর্থ পরিশোধ করতে হবে। পরিশোধে ব্যর্থ হলে সদস্যপদ স্থগিত করা হবে। গত রবিবার ৩রা মে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ তিনটি কিস্তি পরিশোধে ব্যর্থ হলে তিনি ২০২২ সালের অনুষ্ঠিতব্য সমিতির নির্বাচনে ভোটার হতে পারবেননা। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে সমুদয় অর্থ পরিশোধ করা না হলে তার সদস্য পদ স্থগিত করা হবে।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে নিজেদের সদস্যদের ঋণ দেয়ার জন্য ১৫ এপ্রিল সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এই আবেদনের সময়সীমা ছিল ২৫ এপ্রিল পর্যন্ত। প্রায় ৮ হাজার সদস্যের মধ্যে দুই হাজার ৮শ’ সদস্য এ ঋণের জন্য আবেদন করেন।
উল্লেখ্য, ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় ২৬ মার্চ থেকে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে আদালত অঙ্গনওবন্ধ রয়েছে। কেবল জরুরি প্রয়োজনে প্রত্যেক জেলায় একটি করে ম্যাজিস্ট্রেট কোর্ট খোলা রয়েছে।