শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

অসহায় পরিবারের পাশে ‘মিনি ল স্কুল’

প্রভাতী ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কর্মহীন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে আইনবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান মিনি ল স্কুল। এই প্রতিষ্ঠান তাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে চট্টগ্রাম বিভাগসহ ভোলা, বগুড়া, কুড়িগ্রাম ও রংপুর জেলার অসংখ্য পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে।

এছাড়াও প্রজেক্ট ফুড-শেয়ার এর মাধ্যমে নিয়মিত পথের ধারের মানুষদের মাঝে তারা খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

এ বিষয়ে ‘মিনি ল স্কুলের’ পরিচালক রায়হান সোবহান বলেন যে, ”আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা আমাদের কার্যক্রম এর মাধ্যমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি, করোনার এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে দেশ ও দশের দুঃখ দূর করতে। মানবতার সেবায় আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।আমরা আমাদের সাধ্যমত সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ চালিয়ে যাব।”

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print