
ইফতেখারুল ইসলাম তৈয়ব: বুধবার (১৫ এপ্রিল) চট্টগ্রামে করোনা পজিটিভ শনাক্ত হল আরো ৫ জন। নতুন শনাক্ত হওয়া এই ৫ জনসহ চট্টগ্রামে করোনা পজিটিভ রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩২ জনে। এছাড়া চট্টগ্রাম বিভাগের নোয়াখালীতে শনাক্ত হয়েছেন আরো ১জন।
শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হওয়া মোট ৫ জন রোগীর মধ্যে ৩জন নগরীর, ১জন চট্টগ্রামের পটিয়া ও অপর জন আনোয়ারা উপজেলার। চট্টগ্রাম নগরের ৩ জনের মধ্যে ২ জন দামপাড়ার, যাদের দুজনেরই বয়স ২৬ বছর। দুজনই পুলিশের সদস্য। অন্যজন বন্দর নিমতলার— যার বয়স ৩০ বছর। চট্টগ্রাম নগরের বন্দর থানার নিমতলী এলাকার এই রোগী মারা গেছেন। অন্যদিকে আনোয়ারা উপজেলায় করোনা আক্রান্ত রোগীর বয়স ৪০ বছর ও পটিয়ায় আক্রান্ত রোগীর বয়স ৪৫ বছর।
চট্টগ্রামের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে বুধবার (১৪ এপ্রিল) মোট ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির রাত ১০টা নাগাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।