শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জিলকদ ১৪৪৬ হিজরি

করোনার বিরুদ্ধে লড়াকু সৈনিক ডাক্তার জ্যোতি জয়ন্ত আর নেই !

প্রভাতী ডেস্ক: করোনায় বাংলাদেশে লাশের কাফেলা দীর্ঘ হচ্ছে। বাড়ছে চিকিৎসক মৃত্যু ও আক্রান্ত হওয়ার সংখ্যা। করোনার বিরুদ্ধে লড়াকু বীর ডা. মইনুদ্দিনের প্রয়াণের ২৪ ঘন্টা না যেতেই মৃত্যু ঘটল আরেক ডাক্তার জ্যোতি জয়ন্ত চক্রবর্ত্তীর। তিনিও করোনার বিরুদ্ধে চিকিৎসার ঝান্ডা তুলেছিলেন। বিশেষ প্রশিক্ষণ নেন তিনি। কিন্তু অব্যবস্থাপূর্ণ স্বাস্থ্য মন্ত্রক তার জীবনও বাঁচাতে পারল না।

অকালেই নিভে গেল জ্যোতি জয়ন্তর জীবন জ্যোতি। অত্যান্ত মেধাবী ও সজ্জন লোকসেবী ছিলেন তিনি। নিজ উদ্যোগেই মানুষের জীবনরক্ষায় শপথ নিয়ে করোনা লড়াইয়ের প্রশিক্ষণ নেন তিনি। শেষ পর্যন্ত এই মহান চিকিৎসককে প্রাণ প্রদীপের বিনিময়ে হার মানতে হল। ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের শিক্ষক মোশাররফ হোসেন ১৫ এপ্রিল ২ ০২০ রাতে জানান, আনন্দ মোহন কলেজ চিকিৎসা কেন্দ্রে কর্মরত তরুণ চিকিৎসক ডা: জ্যোতি জয়ন্ত চক্রবর্তী কিছুক্ষণ আগে না ফেরার দেশে চলে গেছেন। আমরা শুধু একজন তরুণ চিকিৎসককে হারাইনি, হারিয়েছি Covid-19 এর বিরুদ্ধে লড়াকু একজন সৈনিককে। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print