মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সরকারীভাবে সাধারণ ছুটি ঘোষণার পর নিন্ম এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকজন অত্যান্ত মানবেতর জীবনযাপন করতেছে। সরকার ত্রাণ সামগ্রী বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় কম হওয়ায় ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
চট্টগ্রামের পাঁচলাইশ ৩নং ওয়ার্ডে রক্তদানকারী স্বেচ্ছাসেবী সংগঠন “ট্রিমেন্ডাস ফাউন্ডেশন” এর উদ্যোগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টার পর নিন্ম ও মধ্যবিত্ত ৪০টি পরিবারের কাছে পৌছে দেয়া হয় ত্রাণ সামগ্রী। চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ এবং সাবান ব্যাগ ভর্তি করে প্রতিবেশীর অগোচরে পৌঁছে দেয়া হয় ৩নং ওয়ার্ডের বিভিন্ন অসহায় পরিবারের কাছে ৷
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহজাহান , সাধারণ সম্পাদক উমর ফারুক, কার্যকরী সদস্য বেলাল, জুবায়ের, মিরাজ, মিনহাজ, তুষার, জিয়াদ, রিংকু, নাহিদ, তামান্না এবং লাকীসহ অন্যান্য সদস্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক উমর ফরুক বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে অনেক মানুষ কর্মক্ষম হওয়ায় সমাজের অসহায় মানুষের এমন করুন অবস্থা দেখে আমরা একটি বিশেষ তহবিল গঠন করেছি যাতে স্বল্পসংখ্যক পরিবারকে ক্ষুধামুক্ত রাখা যায়। আমরা প্রাথমিক পর্যায়ে ৪০টি পরিবারকে ত্রাণ প্রদান করা হয়েছে। আগামীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
ট্রিমেন্ডাস ফাউন্ডেশনের সদস্য বেলাল বলেন, রক্তদান প্রধান কার্যক্রম হলেও আমাদের উদ্দেশ্য ক্ষুদা ও নিরক্ষরমুক্ত সমাজ গঠন করা। এলাকার বিত্তবানদের সহায়তা পেলে আরো বড় আকারে সমাজ সেবামূলক কর্মসূচি হাতে নেয়া হবে। তিনি সমাজের বিত্তশালীদেরকে যথাসাধ্য পাশ্ববর্তী পরিবারের দায়িত্ব নিতে আহ্বান জানান। রাতে ত্রাণ বিতরণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন কাউকে সাহায্য করলে তা গোপনে করা শ্রেয়। এছাড়া সামান্য সহযোগিতার জন্য কারো সম্মান নষ্ট করা উচিত নয়।