মঙ্গলবার, ২৪শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ২৪শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ২৪শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ ১৪৪৬ হিজরি

সিলেটে ১ মাসের বাড়ী ভাড়া মওকুফের অনুরোধ মেয়র আরিফের !

প্রভাতী ডেস্ক: নগরীর বাসা-বাড়ির মালিকদের এক মাসের পানির বিল মওকুফের ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ ঘোষণা দিয়ে মালিকদের প্রতি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর এক মাসের বাসা ভাড়া মওকুফ করার আহ্বান জানিয়েছেন মেয়র। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট নগরীর নিম্নবিত্ত, শ্রমজীবী ও বস্তিবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য ‘খাদ্য ফান্ড’ নামে একটি সহায়তা তহবিল গঠনে নিজের এক মাসের সম্মানী ভাতা দান করেছেন। তহবিলে সহায়তার জন্য মেয়র নগরীর বিত্তবান ও বস্তির মালিকদের প্রতিও আহ্বান জানান।

ভাড়াটিয়াদের এক মাসের ভাড়া মওকুফের আহ্বান জানিয় মেয়র বলেন, ‘এই মুহূর্তে সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। আমরা যদি বস্তিবাসী ও নিম্নমধ্যবিত্ত পরিবারের এক মাসের ভাড়া মওকুফ করি, তাহলে এই দুর্দিনে কিছুটা হলেও তাঁরা স্বস্তি পাবেন।’

সমাজের বিত্তবানদের উদ্দেশে আরিফুল হক বলেন, ‘সিটি করপোরেশনের একার পক্ষে সবাইকে সহযোগিতা করা সম্ভব নয়। এই বিবেচনায় প্রতিটি ওয়ার্ডের বিত্তশালীরা যদি নিজেদের পাড়া-মহল্লায় নিজেদের সামর্থ্য মোতাবেক গরিব প্রতিবেশীদের সহযোগিতা করেন, তাহলে সমাজের অসহায় জনগোষ্ঠীর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।’

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print