আমিনুল ইসলাম,বাঁশখালী: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১২নং (ক) ইউনিয়নের শেখেরখীল ৩নং ওয়ার্ডের নব নির্মিত শাহ মজিদিয়া রশিদিয়া ছিদ্দিকিয়া কবিরিয়া ইছহাকিয়া এলাহিয়া বায়তুল মোবারক জামে মসজিদের শুভ উদ্বোধন করেন বাঁশখালী উপজেলার সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এবং উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক। এই সময় এলাকার গণ্য-মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চাষী কল্যাণ সমিতির অর্থায়নে এবং বাঁশখালী উপজেলার সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের সার্বিক সহযোগীতায় ১ বছর সময়ের মধ্যে এই মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়।