Search

রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

সিডিএ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন !

চান্দগাঁও সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জনাব এস এম এরশাদ হোসেন এবং কর্মচারী মোজাম্মেল হক (মজু) র বিরুদ্ধে অধ্যক্ষ কতৃক দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ও উক্ত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।

বুধবার (১১ই মার্চ) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ অবস্থান নিয়ে এই মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ নুরুল আলমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠেছে। এইসব অনিয়ম ও দূর্নীতি সম্পর্কে দুর্নীতি দমন কমিশনকে (দুদক)অবহিত করার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তার বিরুদ্ধে যেই দপ্তরে অভিযোগ করা হোক না কেন অদৃশ্য শক্তির কারণে সেই অভিযোগ হারিয়ে যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যক্ষ এতো বেশী বেপরোয়া হয়ে গেছেন কাউকে তিনি পাত্তাই দেন না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে লাথি মেরে অসম্মান করার গুরুতর অভিযোগ উঠে তার বিরুদ্ধে। তিনি সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় বলেও জানান বক্তারা।

উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক এস এম এরশাদ হোসেন এবং কর্মচারী মোজাম্মেল হক মজু’র বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করার অভিযোগও উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। উক্ত মামলার ব্যাপারে অভিযোগ নিয়ে সিডিএ চেয়ারম্যান বরাবর চিঠি প্রেরণ করেও কোন সন্তোষজনক সমাধান হয়নি বলে জানান শিক্ষক এবং অভিভাবকবৃন্দ। অধ্যক্ষের বেপরোয়া ক্ষমতা প্রতিরোধ এবং শিক্ষক -কর্মচারীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারে সিডিএ চেয়ারম্যান মহোদয়ের হস্তক্ষেপ করেন বক্তারা।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print