প্রভাতী ডেস্ক : তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (তৃণমূল এনডিএম) এর চেয়ারম্যান খোকন চৌধুরী বলেছেন, চারিত্রিক সৌন্দর্য দ্বারা মানুষের ভালোবাসা ও সম্মান হাসিল করা যায়। গোমরামুখী হওয়া কোনো ভাল মানুষের পরিচয় বহন করে না। ব্যক্তিগত জীবনে দেখা যায় অনেক সৎ চরিত্রের অধিকারীদের মনে কোমলতা কম থাকে, মেজাজ থাকে কিছুটা কর্কশ। তবে ভাল মানুষের এমন চরিত্র হওয়া বাঞ্ছনীয় নয়। মেয়র না হওয়ার আগেই রাজনৈতিক নেতাদের সাথে দাম্ভিকতা রেজাউল করিমের। মেয়র হলে তার সাথে কথা বলাও দুরূহ হয়ে উঠবে।
২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরীর নেতৃত্বে প্রায় ২শত নেতাকর্মী নিয়ে আওয়ামীলীগের মেয়র প্রার্থী রেজাউল করিমের বাসভবনে সাক্ষাত করতে গিয়ে ব্যর্থ হয়ে তিনি নেতাকর্মীদের নিয়ে বেলা ১২ টায় রেলষ্টেশনস্থ হোটেল পর্যটনের কর্ণফুলী রেস্টুরেন্টে তৃণমূল এনডিএমের এক জরুরী সভার আহ্বান করেন। উক্ত জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাওয়া রেজাউল করিম চৌধুরীর সাথে সাক্ষাত করতে গেলে তার সাথে আলোচনার চেষ্টা করে কোন প্রকার আলোচনা করা যায়নি। তিনি মেয়র হলে আমাদের বা সমাজের কি উপকার করবেন। এখনই তিনি চাটুকার দ্বারা পরিবেষ্টিত। তার কাছ থেকে জাতি কি আশা করবে? দয়া, নম্রতা, নরম মেজাজ ও ব্যবহারের মাধ্যমে পরিবার, প্রতিবেশী ও সমাজের মানুষের সাথে হাসি মুখে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মিশতে হবে। সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে কোমল আচরণ করতে হবে। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা আমাদের অন্যতম শিক্ষা। তাই সর্বাবস্থায় সর্ব স্তরের মানুষের সাথে ভদ্র আচরণ করা একজন সমাজ হিতৈষী ব্যক্তির কর্তব্য। সেই মানুষটি যে পর্যায়েরই হোক না কেন।
এ সময় আরো বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মো. হানিফ, তৃণমূল এনডিএমের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুর রব, প্রণব চৌধুরী, মো. ফুল মিয়া, আবদুস সোবহান, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আহবায়ক ফরিদুল আলম, তৃণমূল এনডিএম’র সিনিয়র যুগ্ম মহাসচিব এম এস চৌধুরী শুভ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, কেন্দ্রীয় নেতা দিলীপ দাশ, সুরজিত চৌধুরী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক পিকাশ শীল সাগর, খোরশেদ আলম, মো. আরিফুল ইসলাম, মো. জোবায়ের, মো. জসিম উদ্দিন, মো. কামাল হোসেন, মানিক দাশ, মহানগর নেত্রী ফরিদা ইয়াসমীন, জোবায়দা আকতার, আসমা খাতুন, মো. জাহেদ, নয়ন, জয় দাশ, রনি দাশ, মো. নাছির, মো. আবছার, মো. সোহেল, মো: বাবুল প্রমুখ।