মঙ্গলবার, ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৬ হিজরি

চসিক নির্বাচন: মেয়র পদে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন সোলায়মান আলম

নিজস্ব প্রতিবেদক : আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দল থেকে মনোনয়ন দেয়া হয়েছে।

সোমবার (১৭ই ফেব্রুয়ারী) দুপুরে ঢাকায় দলীয় কার্যালয় হতে সোলায়মান আলম শেঠকে মনোনয়ন দেয়া হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সোলায়মান আলম শেঠ। এর আগে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এমপি এবং জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি।

প্রার্থী যাচাই-বাছাই শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সোলায়মান আলম শেঠকে চূড়ান্তভাবে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়।

দলের চেয়ারম্যান জিএম কাদের এসময় চট্টগ্রামের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সব বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলিয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। সবার একত্রিত প্রচেষ্টাই আমাদের বিজয় নিশ্চিত করবে।

মনোনয়ন পেয়ে সোলায়মান আলম শেঠ সাংবাদিকদের বলেন, ‘অন্যান্য অঞ্চলের চেয়ে চট্টগ্রামে জাতীয় পার্টি অনেক বেশি সুসংগঠিত। চট্টগ্রামের সাধারণ মানুষ জাতীয় পার্টিকে ভালবাসে, যদি কেন্দ্র দখল না করা হয়, প্রশাসন যদি নিরপেক্ষ হয়ে সুষ্ঠু ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করে, তবে বিজয় আমাদের শতভাগ নিশ্চিত।’

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print