শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

মাদক ব্যবসায়ীরা গণশত্রু – বেনজির

প্রভাতী ডেস্ক: র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, ‘মাদক ব্যবসায়ীদের একটা একটা করে খুঁজে পোকা-মাকড়ের মতো নিশ্চিহ্ন করা হবে।’

মঙ্গলবার বগুড়ার ফুলবাড়ী এলাকায় র‌্যাব আয়োজিত শিক্ষার্থীদের মাদকবিরোধী বাইসাইকেল শোভাযাত্রার শুরুতে তিনি এসব কথা বলেন। এসময় মাদক ব্যবসার সঙ্গে যুক্তদের গণশত্রু  উল্লেখ করে তিনি আরো বলেন, ‘মাদকের বিরুদ্ধে র‌্যাবের যুদ্ধ অব্যহত রয়েছে। নতুন প্রজন্মের ভবিষ্যত নষ্ট করার সুযোগ বাংলাদেশে কাউকে দেয়া হবে না।’

বগুড়ায় র‌্যাব-১২ মাদকবিরোধী এই শোভাযাত্রার আয়োজন করে। বেলা সাড়ে ১১টার দিকে শহরের ফুলবাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজ মাঠ থেকে বের হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন শহরের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৮শত শিক্ষার্থী। কলেজ মাঠ থেকে শোভাযাত্রা বের হবার আগে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে মাদকবিরোধী শপথও নেন। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি সেন্ট্রাল স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print