প্রভাতী ডেস্ক: চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমদ এমপি হিসেবে সোমবার (২০জানুয়ারী) শপথ নিয়েছেন।
জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তার কার্যালয়ে নব-নির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ মাহবুব আরা বেগম গিনি , হুইপ সামশুল হক চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, আবু রেজা মোহাম্মদ নেজানমুদ্দীন নদভী, ওয়াসিকা আয়শা খান, খালেদা খানম এবং চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এ সময় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের এমপি ও জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুতে বোয়ালখালী উপজেলা-চান্দগাঁও, পূর্ব ও পশ্চিম ষোলশহর, পাঁচলাইশ, মোহরা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনটি শুন্য হয়। গত ১৩ জানুয়ারি এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।