আজ বৃহস্পতিবার(৯ জানুয়ারি) চট্টগ্রাম ফটিকছড়ির নারায়ণহাট এলাকার হতদরিদ্রদের মাঝে নারায়ণ হাট প্রবাসী মানব কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ফটিকছড়ি ৩ নং নারায়ণ হাট এলাকার হতদরিদ্র শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
হঠাৎ দেশে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় দরিদ্র লোকজন দিশেহারা হয়ে পড়ে। এমতাবস্থায় দরিদ্রদের এই দুঃসময়ে কিছুটা হলেও পাশে থেকে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নারায়ণহাট প্রবাসী মানব কল্যাণ পরিষদ।
হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি