মঙ্গলবার, ১৭ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ১৭ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ১৭ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ ১৪৪৬ হিজরি

আলেমদের প্রকাশ্যে গালি দেওয়া সেই নূরে বাংলা গ্রেফতার !

নিজস্ব প্রতিবেদক : মাহফিলে ধর্মীয় বয়ান না করে প্রকাশ্যে দেশের বিশিষ্ট ২ জন আলেমকে গালি দিয়ে ভাইরাল হওয়ার পর অবশেষে গ্রেফতার হলেন মৌলানা মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলা।

গত কয়েক সপ্তাহ আগে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত হন নূরে বাংলা।

সেই মাহফিলে দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক শাহ আহমদ শফী এবং মিজানুর রহমান আজহারীসহ আরো বেশ কয়েকজন ওয়ায়েজিনের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখেন নুরে বাংলা।

পরে ওই মাহফিলে তার বক্তব্যের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে তা ভাইরাল হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করে সাতকানিয়া থানার পুলিশ।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিউল কবির জানান, মাহবুবুল হক আল কাদেরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print