প্রভাতী ডেস্ক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে যাত্রীর লাগেজ কাটার সময় ধরা পড়ল ৪ কর্মী।
এয়ার অ্যারাবিয়ার একটি বিমান থেকে লাগেজ কেটে মালামাল চুরির সময় চারজনকে আটক করেছে শাহজালাল বিমানবন্দরের আর্ম ফোর্সড ব্যাটালিয়ান পুলিশ। জানা গেছে, ১৫ অক্টোবর সকাল ১০টার দিকে এয়ার অ্যারাবিয়ার জি নাইন-৫১৮ ফ্লাইটটি অবতরণের পর লাগেজ নামানোর সময় জিসান ও ইসরাফিল নামের দুইজন এয়ার অ্যারাবিয়ার ট্রাফিক সহযোগী লাগেজ কেটে মোবাইল ফোন বের করে নেয়।
এছাড়া লাগেজ কাটার সময় বাংলাদেশ বিমানের জিয়াউর রহমান ও নজরুল নামের অপর দুইজন ট্রাফিক সহযোগী বিষয়টি দেখলেও তারা চুপচাপ ছিল,কিন্তু নিয়ম হলো এই রকম কোন অপরাধ দেখলে সেটা নিরাপত্তা কর্মীকে জানানো।
এ সময় আর্মড ফোর্স ব্যাটালিয়ান পুলিশ ৪ জনকেই হাতে নাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।