প্রভাতী ডেস্ক: প্রতি বছরের মত ২০১৯ সালেও পুলিশের সাহসিকতা, সেবা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য বাংলাদেশ পুলিশে কর্মরত ১১৮ জনকে পদক প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামের ৫ পুলিশ কর্মকর্তা এই বছর পদকের জন্য মনোনীত হয়েছে। তবে তাদের কে কোন পদক পাচ্ছেন তা স্পষ্ট করেনি পুলিশ সদর দপ্তর।
মনোনীতদের প্রত্যেককে আগামী ৩১ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইনে হাজির হতে বলা হয়েছে। পুলিশ সপ্তাহের বার্ষিক পুলিশ প্যারেডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কর্মকর্তাদের পদক পরিয়ে দেবেন।
এবার চট্টগ্রাম থেকে পদক পাচ্ছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদৌলা রেজা, সিএমপির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন, রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ, কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া ও ডবলমুরিং থানার এস আই মোস্তাফিজুর রহমান।