প্রভাতী ডেস্ক: আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে চমক দেখিয়েছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। প্রথমবারের মতো তিনি স্থান করে নিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীতে। তবে তিনি অসম্পূর্ণ কার্যনির্বাহী কমিটি সম্পূর্ণ করার প্রথম সভাতেই তর্কবিতর্কে জড়িয়েছেন জাহাঙ্গীর কবির নানকের সাথে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গণভবনে সভাপতিমন্ডলীর বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতেই এই ঘটনা ঘটে। জানা যায়, বিগত কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য হাবিবুর রহমানকে এবারের কমিটিতে রাখা নিয়ে তর্কের শুরু করেন শাজাহান খান। তিনি এসময় হাবিবুর রহমানকে চাঁদাবাজ আখ্যা দেন।
এ সময় শাজাহান খানকে চ্যালেঞ্জ করেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, হাবিবুর রহমান কোথায় চাঁদাবাজি করল? তিনি যদি চাঁদাবাজ হন, তা হলে শ্রমিক রাজনীতির সঙ্গে যারা যুক্ত সবাই চাঁদাবাজ, আপনি বড় চাঁদাবাজ। আপনি পরিবহন সেক্টর নিয়ন্ত্রণ করছেন। শাজাহান খানও জবাব দিতে থাকেন। এর পর দুজনকেই থামিয়ে দেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রেসিডিয়ামের বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, ইঞ্জি. মোশাররফ হোসেন, ড. আবদুর রাজ্জাক, ফারুক খান, সাহারা খাতুন, কাজী জাফর উল্লাহ, রমেশ চন্দ্র সেন, আবদুল মান্নান খান, পীযূষ কান্তি ভট্টাচার্য, আবদুল মতিন খসরু, নুরুল ইসলাম নাহিদ, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াও উপস্থিত ছিলেন।