বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি ১৪৪৬ হিজরি

২৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম কর্মসূচী সিলেটে মাজার জিয়ারত ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ঐক্যফ্রন্টের প্রথম কর্মসূচীর ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ।ঢাকার উত্তরায় আ স ম আবদুর রবের বাসায় জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আ স ম আব্দুর রব।
নির্বাচন সামনে রেখে ৭ দফা দাবিতে জনমত গঠনে সিলেটে প্রথম সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপিকে সঙ্গে নিয়ে ড. কামালের নেতৃত্বে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট।

নিজ বাসায় আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে বেলা আড়াইটায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আসম আবদুর রব কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, ২৩ অক্টোবর হযরত শাহ জালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারতের পর সেখানে সিলেটে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

বৈঠকে দুটি সিদ্ধান্ত হয়েছে জানিয়ে রব সাংবাদিকদের বলেন, “একটি শরিকদের নিয়ে লিয়াজোঁ কমিটি গঠন। অপরটি হচ্ছে সমাবেশ, মহাসমাবেশ অনুষ্ঠান।

“মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার, কর্তৃত্ব, জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য জনগণ ও ফ্রন্টের নেতা-কর্মীদের উদ্দেশ্যে আমরা প্রথম কর্মসূচি দিচ্ছি আগামী ২৩ অক্টোবর সিলেটে প্রোগ্রাম হবে। এটি সমাবেশ-মহাসমাবেশ-গণসমাবেশ হবে। এর আগে অবশ্যই আমরা হযরত শাহ জালালের মাজার জিয়ারত করব।”

সিলেটের পর পর্যায়ক্রমে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুরসহ বিভাগীয় শহর ও মহানগরে জাতীয় ঐক্যফ্রন্ট সমাবেশের কর্মসূচি পালন করবে বলে তিনি জানান।

জেএসডি সভাপতি বলেন, “আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা যাতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে পারি সেজন্য সরকার ও প্রশাসনের কাছে আমরা সহযোগিতা চাই।”

বুধবার জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে জোটের লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দের নাম গণমাধ্যমকে জানানো হবে বলে তিনি জানান।

রবের বাসায় এই বৈঠক শুরুর হয় বেলা ১২টায়। বৈঠক শুরুর দেড় ঘণ্টা পর আসেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, জেএসডির সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যনির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বৈঠকে উপস্থিত ছিলেন।

বিএনপিপন্থি পেশাজীবী নেতা ডা. জাফরুল্লাহ ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুরও বৈঠকে উপস্থিত ছিলেন।

গত ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৭ দফা ও ১১ দফা লক্ষ্য নিয়ে গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ হয়।
প্রথমে বিকল্প ধারা ঐক্যফ্রন্টের সাথে থাকলেও পরে মতবিরোধের কারণে বাদ পড়ে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print