
সানজিয়া শাবনাম: রুপচর্চায় ভিটামিন-ই এর ব্যবহার নিয়ে আগেই লিখেছিলাম। এইবার নিয়ে আসলাম ভিটামিন-ই মিশ্রিত কিছু প্যাক যা আপনার রুপচর্চায় সহায়ক।
★মুখের এলার্জির সমস্যা যাদের তাদের জন্য ভিটামিন-ই -২টি,টি ট্রি ওয়েল-২ফোটা,নারকেল তেল-৩চা চামচ,লেবেন্ডার ওয়েল-২ফোটা সব একসাথে মিশিয়ে মুখে লাগিয়ে রেখে দিন ৩০মিনিট বা ১ঘন্টা, দিনে ২বার করে।
★অনেকেই মুখের ত্বকে ও হাতে চুলকানির সমস্যায় ভুগেন তাদের জন্য ভিটামিন-ই ক্যাপসুল- ২টি ও নারকেল তেল মিশ্রণ দিনে ২বার ব্যবহার করুন উপকার পাবেন। কিন্তু ত্বকে মানানসই না হলে পরিত্যাগ করুন সবার ত্বকের মধ্যে পার্থক্য থাকে তাই আগে ব্যবহার করে যাচাই করুন।
★মুখের দাগের জন্য সপ্তাহে ৩দিন ভিটামিন-ই -২টি ও এলোভেরা জেল -১চা চামচ মিশিয়ে লাগান।
★ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য পেঁপের খোসা -১কাপ,ভিটামিন-ই ক্যাপসুল -২টি, ১চা চামচ মধু একসাথে ব্লেন্ড করে লাগাতে হবে সপ্তাহে ৩দিন।
★অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য ভিটামিন-ই ক্যাপসুল -২টি,মধু -২চা চামচ,২চা চামচ তরল দুধ মুখে ও গলায় ৩০মিনিট লাগিয়ে ধুয়ে ময়শ্চারাইজার ব্যবহারে উপকার পাবেন।
★ত্বকের কালচে বা,বেমানান বাদামি দাগ নির্মূল করতে ভিটামিন-ই -১টা,অলিভ ওয়েল মিক্স করে লাগিয়ে রাখতে হবে ১ঘন্টা বা, ১রাতের জন্য। এটি সপ্তাহে ৩দিন।
★মুখ মসৃণ করতে গ্লিসারিন -১চা চামচ,ভিটামিন-ই ক্যাপসুল -১টি ও ১চা চামচ গোলাপ জল মিশিয়ে লাগাতে হবে সপ্তাহে ২-৩বার।মুখে রাখতে হবে ৪-৫ঘন্টা বা, ১রাতের জন্য।
★পোড়া দাগ দূর করতে লেবুর রস ও ভিটামিন-ই মিশিয়ে লাগাতে হবে যতদিন দাগ না যায়।
★মুখের বলিরেখা দূর করতে ২চা চামচ ভিটামিন-ই,২চা চামচ লেবুর রস,১চা চামচ মধু মিশিয়ে নিতে হবে মিশ্রণটি লাগানোর আগে গোলাপজল তুলায় লাগিয়ে মুখ ভালভাবে মুছে নিতে হবে। মিশ্রণটি লাগাতে হবে সপ্তাহে ৩দিন এবং রাখতে হবে ৩০মিনিট।
★ব্রণের জন্য- ভিটামিন-ই ব্রণ বা ব্রণের দাগে লাগিয়ে রাখতে হবে সারারাত সকালে মুখ ধুয়ে ফেলতে হবে।
★চোখের চারপাশের কালো দাগ ও বলিরেখা এবং চোখের ফুলাভাব কমাতে চোখের চারপাশে ভিটামিন-ই লাগিয়ে রাখুন সারারাত।
মনে রাখবেন, ভিটামিন-ই মুখে লাগিয়ে রেখে কখনো রোদে যাবে না।
আপনাদের জন্য নতুন কোন টিপস নিয়ে আবার হাজির হব।ভালো থাকুন,সুস্থ থাকুন।পেজে লাইক দিয়ে পোস্ট টি শেয়ার করতে ভুলবে না।