
ফয়সাল হোসেন : সাতকানিয়ার কাঞ্চনা ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রমজান আলী তার এলাকার মানুষের সুখ-দুঃখের পরম বন্ধুতে পরিণত হয়েছেন। অনেক ব্যস্ততার মাঝেও তিনি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে আসেন। এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের পর এলাকাবাসীর ব্যক্তিগত সমস্যা সমাধানেও মনোনিবেশ করেন এই মহান ব্যক্তি।
এলাকাবাসীরা জানান, এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই জনদরদী চেয়ারম্যান। চেয়ারম্যান হিসাবে উনার দৃষ্টান্ত বিরল। তিনি চাইলে নিজের আরাম -আয়েশে সময় ব্যয় করতে পারেন, কিন্তু তিনি সেটা না করে এলাকার মানুষের কল্যাণে সবসময় নিজেকে নিয়োজিত রাখেন। তাই এটা বলা যায় তিনি আমাদের চেয়ারম্যান নয় অভিভাবক।
এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় খুবই আন্তরিক রমজান চেয়ারম্যান এমনটা উল্লেখ করে কয়েকজন বয়োজ্যেষ্ঠ লোক জানান, এলাকায় এমন কোন মানুষ নেই যে চেয়ারম্যান সাহেবের বিচার নিয়ে সন্তুষ্ট নন। এছাড়া সন্ত্রাসীদের প্রতি তার কড়া নজরদারী থাকার কারণে এলাকায় সন্ত্রাসীদের দাপট প্রায় নির্মূল হয়ে গেছে।
এলাকার গরীব-দুঃখীদের কাছে দানবীর হিসাবেও অধিক পরিচিত চেয়ারম্যান রমজান আলী। তাঁর ইউনিয়নে এমন কোন গরীব লোক লোক নেই যাকে তিনি সহযোগিতা করেননি। এলাকাবাসীরা জানান, ব্যক্তিগত ফান্ড থেকে তিনি গরীবদেরকে যেভাবে দান করেন সেটার দৃষ্টান্ত বিরল।
এলাকার শিক্ষিত লোকেরা এই মহান চেয়ারম্যানকে শিক্ষানুরাগী হিসাবেও অভিহিত করেন। তারা বলেন, এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি অনেক ধরণের উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়া গরীব শিক্ষার্থীদেরকে আর্থিক অনুদানও প্রদান করেন তিনি।