Search

সোমবার, ৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার, ৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, ৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

সাংসদ বাদলের প্রথম জানাযা সম্পন্ন !

প্রভাতী ডেস্ক: চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা ও জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদলের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের টানেলে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। পরে তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং পরিবারের পক্ষ থেকে কথা বলেন তার ছেলে তাইমুর নূর।

বীর এই মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব এস এম শামিম উজ জামান প্রয়াত বাদলের কফিনে শ্রদ্ধা জানান।

গত বৃহস্পতিবার ভোরে ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মঈন উদ্দীন খান বাদল। পরে শুক্রবার রাত সাড়ে আটটায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় বাদলের মরদেহ। এরপর নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে। সেখান থেকে নিজ বাসভবনে। রাতে মরদেহ রাখা হয় বারডেম হাসপাতালের হিমঘরে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print