বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

চবি’র প্রথম নারী উপাচার্য হিসেবে পূর্ণাঙ্গ নিয়োগ পেয়েছেন ড.শিরীণ

প্রভাতী ডেস্ক: অধ্যাপক ড. শিরীণ আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম নারী উপাচার্য হিসেবে পূর্ণাঙ্গ নিয়োগ পেয়েছেন। আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগ প্রদান করা হয়।

নিয়োগ আদেশে বলা হয়, সিনেট কর্তৃক নির্বাচিত প্যানেল হতে নিয়মিত ভাইস চ্যান্সেলর নিয়োগ অথবা পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ নিয়োগ বলবৎ থাকবে। ভাইস চ্যান্সেলর পদে তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষনিক ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রেসিডেন্ট ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

১৯৭৩ সালে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে শিরীণ আখতার ভর্তি হন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে। সেখান থেকে ১৯৭৫ সালে তিনি এইচএসসি পাস করেন। ১৯৭৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে বিএ (সম্মান) সম্পন্ন করেন তিনি।১৯৮১ সালে একই বিভাগ থেকে এম এ ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৯১ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিলো- ‘বাংলাদেশের তিনজন ঔপন্যাসিক শওকত ওসমান, ওয়ালিউল্লাহ ও আবু ইসহাক’।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগে বন্দর নগরীর এনায়েত বাজার মহিলা কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। ১৯৯৬ সালে প্রফেসর ড. শিরীণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক পদে যোগ দেন।

২০১৬ সালের ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান শিরীণ আখতার। পরে ২০১৯ সালের জুনে উপাচার্যের পদ শূন্য হলে ভিসির চলতি দায়িত্ব পান তিনি।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print