বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের কাজির দেউড়ি চত্বর এখন থেকে ডা.এ.এম.এম.জাকেরিয়া চৌধুরী চত্বর

প্রভাতী ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ ডা.এ.এম.এম.জাকেরিয়া চৌধুরী চত্বর এর শুভ উদ্বোধন করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

মঙ্গলবার (২২ অক্টোবর) নগরীর ঐতিহ্যবাহী কাজির দেউড়ি চত্বরকে নতুন নামকরণের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ডা.এ.এম.এম.জাকেরিয়া চৌধুরী চত্বর উদ্বোধন করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ নতুন নামাকরণের সিদ্ধান্ত হয়। গত ৮ আগস্ট প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহার সভাপতিত্বে সড়ক, ভবন ও স্থাপনা নামকরণ উপ-কমিটির সভায় প্রস্তাব অনুমোদনের পর ২০ আগস্ট ২০১৭ মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের সভাপতিত্বে করপোরেশনের সাধারণ সভায় ‘জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, চট্টগ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজনীতিবিদ, সমাজসেবী ডা: এ.এ.এম জাকেরিয়া চৌধুরীর অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ চত্বরের নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়।

১৯২৮ সালে রাউজানের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত দোস্ত মোহাম্মদ চৌধুরী পরিবারে ডাঃ জাকেরিয়া জন্ম গ্রহণ করেন। উনবিংশ শতাব্দীর চল্লিশ দশক থেকে ২০১৩ সালের ২১ অক্টোবর পর্যন্ত আমৃত্যু ডাঃ জাকেরিয়া ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক রাজনীতি ও মানবতার কল্যাণে সৃজনশীল কর্মকা- এবং জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি।

নামকরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডাঃ জাকেরিয়া চৌধুরী পরিবারের পক্ষ থেকে তার সহধর্মীনী বেগম আছিয়া জাকেরিয়া চৌধুরী, জাকেরিয়া চৌধুরী স্মৃতি পরিষদের চেয়ারম্যান চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, নগর আওয়ামীলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক চন্দন ধর, সদস্য বিজয় কুমার চৌধুরি কিষাণ, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন চৌধুরি, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মোঃ জুনু, ২১নং জামাল খান ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ বাবুল, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মিথুন বড়ুয়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই (চট্টগ্রাম ব্যুরো চীফ) চৌধুরী ফরিদ , সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরি সহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print