মঙ্গলবার, ১৭ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ১৭ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ১৭ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম নগর ছাত্রদল সভাপতি সিরাজ জেল গেইট থেকে পুনঃ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: জামিনে বের হওয়ার সময় জেল গেইট থেকে পুনরায় গ্রেফতার হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এবং ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ।

গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তাকে আটক করে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে কোতোয়ালী থানায় হস্তান্তর করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সিরাজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাজী সিরাজকে কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে গত ৯ জুলাই রাত সাড়ে ৯টার দিকে চকবাজার আনিকা কমিউনিটি সেন্টার থেকে বের হওয়ার সময় গাজী সিরাজকে নাশকতা মামলায় গ্রেফতার করেছিল বাকলিয়া থানা পুলিশ। তার বিরুদ্ধে শুধু বাকলিয়া থানায় ১২টি মামলা রয়েছে।

নির্ভর্যোগ্য সূত্রে জানা যায়, সিরাজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৭টি মামলা রয়েছে।সবকটি মামলায় তিনি জামীনে রয়েছেন।

সর্বশেষ চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান তিনি। জামিনে মুক্তি পেয়ে বের হওয়ার সময় জেলগেইট থেকে গোয়ন্দা পুলিশ আবারো গ্রেফতার করে। এবার নতুন করে কোতোয়ালী থানার দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২১ জুলাই গঠিত ১১ সদস্যের নগর ছাত্রদলের কমিটিতে সভাপতি করা হয়েছিল গাজী সিরাজকে। ২০১৭ সালে বিএনপিতে যোগ দেন তিনি। বর্তমানে মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print