মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাবান ১৪৪৬ হিজরি

চসিক ১৭নং ওয়ার্ড উপ-নির্বাচন : বিএনপি প্রার্থীর জয়

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত সাবেক কাউন্সিলর মরহুম আলহাজ্ব এ.কে.এম জাফরুল ইসলামের পুত্র এ.কে.এম আরিফুল ইসলাম ডিউক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ নেতা মাসুদ করিম টিটু। মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে ডিউক ৩ হাজার ৫৮৮ ভোট পেয়ে মো. মাসুদ করিম টিটুকে প্রায় ১৪শ ভোটে পরাজিত করেছেন। মো. মাসুদ করিম টিটু রেডিও প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে ভোটগ্রহণ শেষ হয়। ১৭টি ভোট কেন্দ্রের ২২৪টি কক্ষে ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) উপ-নির্বাচন হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা রয়েছে ৪৯ হাজার ৮২৫ জন। এর মধ্যে ২৩ হাজার ৭৪৮ জন পুরুষ এবং ২৬ হাজার ৭৭ জন রয়েছে মহিলা ভোটার।

কিন্তু ঘোষিত ফলাফলে দেখা যায়, নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন মোট ৯ হাজার ৩০৪ জন। যা মোট ভোটের শতকরা ১৮ ভাগ। তবে ইভিএমে ভোট হওয়ায় কোনও ভোট বাতিল হয়নি।

অন্যান্য প্রার্থীরা যথাক্রমে শহীদুল আলম ঘুড়ি প্রতীক নিয়ে১৫৫৩ ভোট, মোহাম্মদ শফি লাটিম প্রতীক নিয়ে ১২৫১ ভোট, শেখ নাঈম উদ্দীন ঠেলাগাড়ি প্রতীক নিয়ে ৫৭৯ ভোট এবং শাহেদুল ইসলাম শাহেদ টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে ১৫৪ ভোট পেয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print