বুধবার, ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

বুধবার, ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ বুধবার, ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৬ হিজরি

কিমের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে পিরানহার খাবার হল জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক অস্ত্র ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমের বৈঠকের খবর বছর জুড়েই সংবাদ মাধ্যমের শিরোনামে হয়।

এবার ফের আর্ন্তজাতিক গণমাধ্যমে আলোচিত হলেন প্রেসিডেন্ট কিম। তবে তা পারমাণবিক অস্ত্র বিষয়ে নয়, সম্প্রতি নিজ দেশের সেনাবাহিনীর এক জেনারেলের অদ্ভুত মৃত্যুদণ্ড কার্যকর করে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, দোষী সাব্যস্ত হওয়া এক জেনারেলকে পিরানহা মাছ ভর্তি এক পুকুরে ঠেলে ফেলে দেন কিম নিজেই। আর জীবন্ত সেই জেনারেলকে লুফে নেয় অ্যামাজনের ভয়ঙ্কর মাংসাশী মাছগুলো। আর ওই মাছ ছিঁড়ে খায় হতভাগ্য জেনারেলকে।

সান আরে জানায়, কিমের রিংয়সিয়ং প্রাসাদের একটি পুকুর রয়েছে, যেখানে ব্রাজিল থেকে আমদানি করা কয়েকশো পিরানহা পালিত হয়। আর সেই পুকুরেই ফেলা হয় জেনারেলকে। তার আগে জেনারেলের দেহের বিভিন্ন অংশে ছুরি দিয়ে কাটা হয় যেন কিছুটা রক্ত বের হয়ে আসে। তারপর আহত জেনারেলকে সেই পুকুরে ছুঁড়ে ফেলা হয়। রক্তের ঘ্রাণ পেয়ে মুহূর্তের মধ্যে অসংখ্য পিরানহা ছুটে আসে।

সান জানিয়েছে, গুরুতর অভিযোগ ছিল ওই জেনারেলের বিরুদ্ধে। কিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে গদিচ্যুত করার চেষ্টা করছিলেন তিনি।

প্রসঙ্গত সম্প্রতি আরো এক হত্যাকাণ্ডের ঘটনায় আলোচনায় ছিলেন কিম জং উন। কিমের নির্দেশে এক শীর্ষ কূটনীতিকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের চার কর্মকর্তাকে ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হয়। গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র ‘চোসান ইলবো’।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print