রবিবার, ১৬ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৬ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৬ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান ১৪৪৬ হিজরি

পেন্সিলে আঁকা বেগম জিয়ার জেল জীবন’বিদেশী গণমাধ্যমে

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জেল জীবন নিয়ে পেন্সিলে আঁকা বেশ কিছু ছবি (স্কেচ) প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম ‘বেনার নিউজ’। এশিয়ার রাজনৈতিক কার্টুনিস্ট ওয়াং লিমিং (রিবেল পিপার ছদ্মনামে) কার্টুনিস্টের আঁকা ছবিগুলি  প্রকাশ করা হয়। তিনি এশিয়ার রাজনীতি, সংস্কৃতি ও সামাজিক উন্নয়ন বিষয়ে কার্টুন এঁকে থাকেন। ওয়াং লিমিংকে ঢাকা থেকে তথ্য দিয়ে সহায়তা করেছেন কামরান রেজা চৌধুরী।

বেনার নিউজের ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বিরোধী দলের নেতা খালেদা জিয়া এক বছরের বেশি সময় ধরে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। খালেদা জিয়ার দাবি, তার বিরুদ্ধে আনা দুর্নীতির এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। খারাপ স্বাস্থ্যের কারণে তাকে প্রায় হাসপাতালে আনা হয়।


বিশেষজ্ঞ, খালেদা জিয়ার দল বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে এ স্কেচগুলো করা হয়েছে।

বেনার নিউজের প্রতিবেদন মতে, পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াই একমাত্র বন্দী যেখানে আগে হাজার হাজার লোক বন্দী ছিল। তার কক্ষের সাথে যুক্ত অপর একটি কক্ষে থাকেন তার সহকারী ফাতিমা। তাদের দু’জনকে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে এ কারাগারে আনা হয়।

২০১৮ সালের জুনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সংবাদ সম্মেলনের উদ্ধৃতি দিয়ে বেনার নিউজের ওই প্রতিবেদনে বলা হয়, ঢাকা কেন্দ্রীয় কারাগারের অবস্থা খুবই জঘন্য। এখানে বড় বড় আকারের ইঁদুর থাকে। আপনারা জেনে অবাক হবেন যে কক্ষে ম্যাডাম (খালেদা জিয়া) থাকেন সেখান থেকে একটি বিড়াল ইঁদুর ধরেছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print