নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন শিল্পকর্মের মধ্যে অংকন শিল্পও অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। অংকন চিত্রের মাধ্যমে একজন শিল্পী তাঁর মনের ভাব প্রকাশ করতে পারেন সুনিপুণভাবে। শিল্পীরা বিভিন্ন আকারে চিত্র অংকন করে থাকেন, যার মধ্যে মিনিয়েচার বা ক্ষুদ্র চিত্র একটি। এই চিত্রগুলো সাধারণত দৈর্ঘ্যে ২-৪ এবং প্রস্থে ১.৫-২.৫ ইঞ্চি হয়ে থাকে।
এই ধরণের চিত্র প্রদর্শনী বাংলাদেশের বিভিন্ন জায়গায় হলেও চট্টগ্রামে আয়োজন করা হলো এই প্রথম বার। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের সিনিয়র প্রশিক্ষক ও অংকন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক সনজিত রায়ের সার্বিক সহযোগীতায় এবং চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর ২০১৮ সালের ৩য় বর্ষের শিক্ষার্থী অর্থাৎ সদ্য বিদায়ী শিল্পীদের অংশগ্রহণে শিল্পকলা একাডেমীর গ্যালারী ভবনের ২য় তলায় ২দিন ব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ২৮ মার্চ বিকাল ৫টায় এই মিনিয়েচার প্রদর্শনী উদ্ভোদন করেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের সিনিয়র প্রশিক্ষক ও অংকন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক সনজিত রায়। প্রদর্শনী চলবে ২৯মার্চ রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনী উদ্ভোদনের পর থেকে ভীড় জমাতে থাকে দর্শনার্থীরা।
প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা হলেন-তাহমিদুল হক ইয়ামিন, আল মামুন রুবেল, আবু হাসান ভুঁইয়া, মো: সাইফুল ইসলাম, ইমরুল কায়েস, মো: সেহজাদ এহসান,রাজন নন্দী, ফারিয়া আক্তার, তারিন সানজিয়া, ফাতেমা, রিয়া শীল, হাবিবা ফাতেমা, আরিফুল সায়মন, মাহবুবা তাবাচ্ছুম তিশা, তাহসিন সালাম শিথিল, কেয়া সরকার, সাবিহা তাসনিম জেসি, অদিতি বড়ুয়া, ঊর্ণশী বড়ুয়া, প্রিয়া মল্লিক, সুয়াইল আরেফিন, পায়েল মজুমদার, শিউলী কারণ, শারমিন সুলতানা, তাহাসিন, ফারহানা আফরোজ, সুমি বোস,
স্বপ্নীল বড়ুয়া, পূর্বা আইচ, সুমাইয়া হক শশী, আঁখি আক্তার, অর্ণব চৌধুরী, মিথুন ঘোষ, জয়ীতা বড়ুয়া, ওয়ারিশা আহসান, শেহ্জীন ফারিয়া, সৈয়দা ফাবিহা রাশেদ, আল সাফিয়ান সোহান, পিয়াসা রায়, নাইমা নিম্মী, সৈয়দা সাইয়্যাদাতুল জান্নাত, প্রাচী কর্মকার, শাহীন আক্তার, নামিরা নাওয়ার, অনির্বাণ বড়ুয়া, সাজিয়া আফরিন প্রাপ্তি, আবরার মোহাম্মদ, সৈকত বিশ্বাস, নানজিবা মুনজারিন, উম্মে নয়ন ফাতেমা, অনন্যা, রূপন কুমার শীল, ছৈয়দা ফাতেমা আজমিন, আরাফিন সুলতানা ঐশী এবং অর্পিতা বিশ্বাস।
অংশগ্রহণকারীরা এই ধরণের একটি ভিন্ন রকমের প্রদর্শনীতে অংশগ্রহণন করতে পেরে আনন্দিত উল্লেখ পূর্বক তাদের প্রিয় প্রশিক্ষক জনাব সনজিত রায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।