প্রভাতী ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের বিজয়ীরা কেউ শপথ নিচ্ছেন না বলে জানিয়েছেন এই জোটের সদস্য সচিব ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। তিনি বলেন, ‘গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্যদের বিষয়ে দেওয়া ড. কামাল হোসেনের বক্তব্য কতিপয় মিডিয়ায় ভুলভাবে এসেছে। তার সংশোধনীর জন্য ইতোমধ্যে গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠানো হয়েছে।’ গণফোরামের দুজন শপথ নেবে এমন বক্তব্য ড. কামাল হোসেন দেননি বলেও উল্লেখ করেন মন্টু। রবিবার (৬ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্টু এসব কথা বলেন।
“গণফোরামের দুজন শপথ নেওয়ার ব্যাপারে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেবো” ড. কামাল হোসেনের এই বক্তব্য প্রসঙ্গে মন্টু বলেন, ইতিবাচকতা মানে এই নয় যে শপথ নেবে। মন্টু বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই সংসদ নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহণ প্রশ্নে জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে বিন্দুমাত্র অনৈক্য নেই। বরং গত ৩০ ডিসেম্বর প্রহসনের পর জনগণের ভোটের অধিকার এবং অন্যান্য গণতান্ত্রিক অধিকার আদায়ে জাতীয় ঐক্যফ্রন্ট আগের চেয়ে আরও বেশি উদ্বুদ্ধ আছে এবং থাকবে।
মোস্তফা মহসিন মন্টু বলেন, এ প্রহসনের নির্বাচন আবারও প্রমাণ করেছে এদেশে দলীয় সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাবে।’ ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আগামী ৮ জানুয়ারি নতুন কর্মসূচি দেওয়া হতে পারে বলেও জানান মন্টু।
ঐক্যফ্রন্টের ভবিষ্যত নিয়ে এক প্রশ্নের জবাবে জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট ভাঙার কোনও প্রশ্ন আসে না। জনগণের স্বার্থে গণতন্ত্র রক্ষায় যে ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে তা স্থায়ী থাকবে।’
বৈঠকে আরো উপস্থিত ছিলেন— জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঐক্যফ্রন্টের ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রমুখ।