
প্রভাতী ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র এ,বি,এম মহিউদ্দীন চৌধুরীর সুযোগ্য সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ৯ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলকে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ রবিবার বিকালে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
আগামীকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।
পাঠক সংখ্যাঃ 19