
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যরিস্টার মাহাবুব উদ্দিন খোকন পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছেন। নোয়াখালীর সোনাইমুড়িতে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বিকাল ৫টার দিকে সোনাইমুড়ি বাজারে এ ঘটনা ঘটে।
এসময় তার সঙ্গে থাকা বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে বিএনপি সূত্র নিশ্চিত করেছে।
ঘটনার ব্যাপারে সোনাইমুড়ি থানার ওসি আবদুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়ে আমরা গুলি চালিয়েছি।