Search

বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রবিউস সানি ১৪৪৭ হিজরি

নারী ম্যাজিষ্ট্রেট কেলেঙ্কারীতে ডিসি,প্রতিকার চেয়ে মন্ত্রণালয়ে অভিযোগ

প্রভাতী ডেস্ক: যার দপ্তরে দৈনিক ২০-৩০ টা নারী কেলেঙ্কারী সুরাহার আবেদন জমা পড়ে তিনিই যদি নারী কেলেঙ্কারীর মত ঘৃণ্য কাজে জড়িত হন তাহলে সাধারণ মানুষের শেষ আশ্রয়টা কোথায় হবে? এমন একটা ঘৃণ্য অপরাধের অভিযোগ ওঠেছে নাটোরের জেলা প্রশাসক (ডিসি) গোলামুর রহমানের বিরুদ্ধে। অভিযোগটি করেছেন এক নারী ম্যাজিস্ট্রেট। যৌন হয়রানির প্রতিকার চেয়ে গত ২৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিতভাবে অভিযোগ করেন ওই নারী ম্যাজিস্ট্রেট।

গত ২রা নভেম্বর ওই নারী ম্যাজিস্ট্রেট নাটোর থেকে বদলি হয়ে চলে যাওয়ায় যৌন হয়রানির অভিযোগের বিষয়টি গোপন ছিল। কিন্তু গত বৃহস্পতিবার ওই নারী ম্যাজিস্ট্রেটের অভিযোগপত্রটি স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীদের হাতে এসে পৌঁছায়।

অভিযোগপত্রে ওই নারী ম্যাজিস্ট্রেট উল্লেখ করেন, গত ৯ সেপ্টেম্বর নাটোরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন গোলামুর রহমান। তিনি যোগদানের পর প্রথমে ওই নারী ম্যাজিষ্ট্রেটকে সাধারণ শাখা ও ট্রেজারি শাখা থেকে সংস্থাপন শাখায় বদলি করেন। পরে জেলা প্রশাসক সংস্থাপন শাখায় রক্ষিত সব কর্মকর্তার ব্যক্তিগত নথি নিয়ে তার সঙ্গে ওই নারী ম্যাজিষ্ট্রেটকে একান্তে বসে কথা বলতে বলেন। এমনকি রাতে বাংলো (যেখানে ডিসি একা থাকেন) অথবা সার্কিট হাউসে আসতে বলেন। সন্দেহ হওয়ায় নারী ম্যাজিস্ট্রেট ডিসির প্রস্তাবটি ফিরিয়ে দেন। পরে ডিসি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই নারীর ম্যাসেঞ্জার ও মুঠোফোনে কু-প্রস্তাব দেন। এছাড়া মাঝে-মধ্যে কাজের কথা বলে গভীর রাতে কল দিয়ে আপত্তিকর কথা বলেন ডিসি।

কিন্তু নারী ম্যাজিস্ট্রেটকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে নাটোরের ডিসি গোলামুর রহমান জানান, ফেসবুক আইডি হ্যাকড করে কেউ এ কাজ করতে পারে।

ফেসবুক আইডি হ্যাকড হওয়ার পর কেন আইনি ব্যবস্থা নেননি-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোনো উত্তর দেননি ডিসি।

এ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন নাটোরের দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দিঘাপতিয়া এম,কে কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘জেলা প্রশাসকের কাছেই যদি নিরাপত্তা না পাওয়া যায়, তাহলে নিরাপত্তা প্রাপ্তির জায়গা কোথায় পাব?’

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print