শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জিলকদ ১৪৪৬ হিজরি

ফলের দোকান থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিসহ ২২ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলা

সিসিটিভি ফুটেজে ঘটনার সত্যতা পাওয়া যায়

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবিসহ ২২ জনের বিরুদ্ধে ১০ লাখ টাকার চাঁদা দাবীর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৩/৩২৬/৩২৩/৩২৪/৩০৭/ ৩৮৫/৫০৬(২)/৩৪ ধারায় মামলা দায়ের করেন দোকান কর্মচারী ভুক্তভোগী মিজানুর রহমান।

 

মামলায় অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে ১৬ এপ্রিলের মধ্যে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়েছেন।

মামলাসূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি সকালে মোহাম্মদ আলীর ফলের দোকানের কর্মচারী মিজানুর রহমানের মোবাইলে কল দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন রবিউল হোসেন রবি। এ সময় বাদী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সেদিন রাত সাড়ে ৮.৩০ টায় নগরীর বহদ্দারহাটস্থ বখতিয়ার মার্কেটের সামনে মোহাম্মদ আলীর ফলের দোকানে আসামিরা উপস্থিত হয়ে রবির নেতৃত্বে বাদীকে টেনে-হিঁছড়ে বের করে ওয়েল ফুডের ভেতরে ও বাইরে মারধর করে। পরে রবির নির্দেশে বাদীকে ফরিদের পাড়া তালতলার একটি রিকশার গ্যারেজে নিয়ে আটকে রেখে ৫টি ১০০ টাকার খালী স্ট্যাম্পে স্বাক্ষর নেন।

বাদীর ভাই মোঃ আরমান আটকে রাখা ভাইকে উদ্ধার করতে গেলে ১নং আসামী আরমানকে হত্যার উদ্দেশ্যে কিরিচ দিয়ে মাথায় কোপ মেরে মাথার ডান পার্শ্বে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। অন্যান্য আসামীরা লোহার রড ও ইট দিয়ে আঘাত করে এবং এলোপাতাড়ি কিল ঘুষি, লাথি মারিয়া বুকে, পিঠে, মুখে নীলা ফুলা জখম করে মুর্মূষ অবস্থায় আরমানকে মাটিতে ফেলে দেয়। খবর পেয়ে আশপাশের লোকজন এবং দোকানের মালিক উক্ত স্থানে উপস্থিত হইয়া বাদী এবং তার ভাইকে আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। পরবর্তীতে বাদী থানায় মামলা করতে গেলে
পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print