বৃহস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রমজান ১৪৪৬ হিজরি

গৃহকর বকেয়া যাদের আছে তাদের তালিকা দিন

প্রভাব খাটিয়ে কর ফাঁকির চেষ্টা করলে ব্যবস্থা: মেয়র শাহাদাত

ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে সব অনিয়ম বন্ধ করতে হবে

প্রভাব খাটিয়ে রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার (২৯ জানুয়ারি) চসিক কার্যালয়ে রাজস্ব বিভাগের কর্মীদের সঙ্গে সভায় তিনি একথা বলেন।

মেয়র বলেন, প্রতিটি রাজস্ব সার্কেল থেকে বড় অঙ্কের গৃহকর বকেয়া যাদের আছে তাদের তালিকা দিন। আপনারা (রাজস্ব কর্মকর্তা) গিয়ে যোগাযোগ করে কর আদায় করুন। না পারলে প্রয়োজনে আমি নিজে ফোন দেবো। রাজস্ব আদায়ে গতি বাড়ান। আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। আমি অভিযোগ পেয়েছি, অনেকে ঠিকমতো কাজ করেন না। কারা ঠিকমতো কাজ করছে না জানান, ছাঁটাই করে দেই।

তিনি রাজস্ব বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, প্রভাবশালীদের কোনো চাপে রাজস্ব আদায় বন্ধ করবেন না। রাজস্ব আদায় ঠেকাতে কেউ চাপ দিলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, আমি তা গ্রাহ্য করবো না। আপনারা আইনের মধ্যে থেকে কাজ করলে কোনো প্রভাবশালী আপনাদের কোনো ক্ষতি করার চেষ্টা করলে, আমি আপনাদের পাশে থেকে তা ঠেকাবো।

মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন, আপনারা আইন অনুসরণ করে রাজস্ব আদায় বৃদ্ধি করে চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখুন। আর্থিক সংকটে সেবামূলক কার্যক্রমগুলো চালাতে আমরা খুব বাধাগ্রস্ত হচ্ছি। যার কারণে ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে সব অনিয়ম বন্ধ করতে হবে। স্থাপনা ও বিলবোর্ড থেকে রাজস্ব আদায়ও বাড়াতে হবে।

তিনি বলেন, আমরা চাচ্ছি যে সিটি করপোরেশনকে একটা আয়বর্ধক প্রতিষ্ঠানে পরিণত করতে। এটা হলে নাগরিকদের শিক্ষা ও স্বাস্থ্যখাতে আরও বেশি সেবা করতে পারবো আমরা। আমাদের সবাইকে সেজন্য পজিটিভ মাইন্ড নিয়ে এগিয়ে যেতে হবে এবং আমাদের সবাইকে সজাগ হতে হবে, ডায়নামিক হতে হবে এবং আমাদের সবারই সবার জায়গা থেকে এই কাজে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে।

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রহমানসহ রাজস্ব বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print