বৃহস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রমজান ১৪৪৬ হিজরি

গণতন্ত্রের শুরু ও অগ্রগতির জন্য নির্বাচন ছাড়া আর কোনো পথও নেই

নির্বাচন ছাড়া অন্য পথ খুঁজলে সন্দেহ বাড়বে জনমনে- খসরু

দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই ফ্যাসিস্ট হাসিনাকে তারা বিদায় করেছে

জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে জনমনে সন্দেহ বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রবিবার(২৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি আয়োজিত ‘বহুদলীয় গণতন্ত্র এবং স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতিরও সুযোগ নেই।

গণতন্ত্রের শুরু ও অগ্রগতির জন্য নির্বাচন ছাড়া আর কোনো পথও নেই। অন্য কোনো পথ খুঁজতে গেলে জনমনে সন্দেহের উদ্রেক হবে, জনগণ হতাশ হবে, গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে।

এই বিএনপি নেতা বলেন, দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তারা বিদায় করেছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print