সোমবার, ১২ই মে ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার, ১২ই মে ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, ১২ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ ১৪৪৬ হিজরি

জব্দ করা এসব মোবাইলে সেটের মূল্য ১৮ লাখ ৩০ হাজার টাকা

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবৈধ ৯৫ মোবাইল ফোন জব্দ

যাত্রীবিহীন পরিত্যক্ত একটি ট্রলি ব্যাগ থেকে এসব ফোন উদ্ধার করা হয়

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে অবৈধভাবে আনা ৯৫টি মোবাইল ফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।রোববার (২৬ জানুয়ারি) শারজাহ থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে এসব মোবাইলের চালান জব্দ করা হয়। জব্দ করা এসব মোবাইলে সেটের মূল্য ১৮ লাখ ৩০ হাজার টাকা। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।

প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, সকাল ১০টা ৫ মিনিটে শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৫২ ফ্লাইটে যৌথভাবে অভিযান পরিচালন করে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এ সময় তারা যাত্রীবিহীন পরিত্যক্ত একটি ট্রলি ব্যাগ থেকে ৯৫টি মোবাইল ফোনের বড় চালান জব্দ করেন। উদ্ধার মোবাইলগুলোর মধ্যে ৪৯টি স্যামসাং ব্র্যান্ডের ফোন ও ৪৬টি নকিয়া ব্র্যান্ডের বাটন ফোন রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print