Search

মঙ্গলবার, ২রা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ২রা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ২রা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনা এই সিদ্ধান্তের আওতায়

গণ-অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে মামলা, গ্রেপ্তার ও হয়রানি করা হবে না- স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে

যেসব ছাত্র-জনতা জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল, তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার(১৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান’সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে এক নবযাত্রা সূচিত হয়েছে। এই গণ-অভ্যুত্থানকে সাফল্যমণ্ডিত করতে ছাত্র-জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থেকে কাজ করেছে।

তাদের বিরুদ্ধে ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংঘটিত ‘জুলাই গণ-অভ্যুত্থান’সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হলো। এ বিষয়ে অসত্য তথ্য দিয়ে কোনো সুবিধা আদায়ের বিরুদ্ধেও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করেছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
এরপর ১৬ জুলাই রংপুরে আন্দোলন ঘিরে সংঘাতে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারাদেশে আন্দোলন জোরদার হয়। এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফরম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নামে। গত ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত চলে যান।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print