রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল ১৪৪৬ হিজরি

ঘটনার সময় বাসায় মামুন ও তার স্ত্রী ছাড়া কেউ ছিল না

চট্টগ্রামে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু নিয়ে রহস্য, স্ত্রী পুলিশ হেফাজতে

মরদেহের মাথায় ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন পাওয়া গেছে

চট্টগ্রামের চকবাজারে এক শিক্ষানবিশ আইনজীবীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার(১৯ এপ্রিল) রাতে নগরীর চকবাজার থানার ডিসি রোডের মিয়ার বাপের মসজিদ এলাকার একটি ভবনে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল মামুন (২৫) কক্সবাজার জেলার চকরিয়া থানার ওসমান চৌধুরী পাড়ার জামাল উদ্দীনের ছেলে। তিনি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরে চট্টগ্রাম আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রীকে নিয়ে চকবাজার ডিসি রোডের ওই বাসায় থাকতেন তিনি। এ ঘটনায় তার স্ত্রী তানিয়া আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

মামুনের স্বজনদের দাবি, তার স্ত্রী তাকে হত্যা করেছে। আবার স্ত্রীর স্বজনদের দাবি, অসুস্থ হয়ে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে মামুনের।

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে আব্দুল্লাহ আল মামুনকে তার স্ত্রী তানিয়া নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ হেফাজতে নেয় পুলিশ। পরে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল করা হয়। মরদেহের মাথায় ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি স্পষ্ট হবে।

ওসি বলেন, ঘটনার সময় বাসায় মামুন ও তার স্ত্রী ছাড়া আর কেউ ছিল না। তাই জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print