রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল ১৪৪৬ হিজরি

ওসির সাথে এএসআই সন্তু শীল প্রকাশ্য তর্কে জড়ানোয় উপস্থিত সবাই বিষ্মিত হন

কোতোয়ালীর ওসিকে শিক্ষা উপমন্ত্রীর বডিগার্ডের ধাক্কা, থানায় জিডি

এই বিষয়ে ওসি জাহেদুল কথা বলতে রাজি হননি

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবিরকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষা উপমন্ত্রীর বডিগার্ড হিসেবে দ্বায়িত্বরত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সন্তু শীলের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন কোতোয়ালির ওসি।

গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটলেও ২১ এপ্রিল শুক্রবার থানার সূত্র থেকে গণমাধ্যম বিষয়টি জানতে পারে।

তবে এই বিষয়ে ওসি জাহেদুল কোন কথা বলতে রাজি হননি।

একাধিক সূত্র বাংলাদেশ বুলেটিনকে জানিয়েছে, পাথরঘাটা এলাকায় ঈদসামগ্রী বিতরণ করতে আসেন স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে থানার ওসি জাহিদুল কবির প্রটোকল দিয়ে অনুষ্ঠানে নিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই পেছন থেকে ওসিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন উপমন্ত্রীর বডিগার্ড এএসআই সন্তু শীল। এই ঘটনার সঙ্গে সঙ্গে ওসি এএসআই এর এমন কান্ডের প্রতিবাদ করলে বডিগার্ড তর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে তৎক্ষনাৎ উপমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ওসি। এরপর বডিগার্ড ও ওসিকে অনুষ্ঠানস্থলের পাশের রুমের ভেতরে নিয়ে যান মহিবুল হাসান চৌধুরী।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয় সংসদ সদস্যের বডিগার্ড কোতোয়ালী থানার ওসিকে না চেনার কথা নয়। তবুও ভুলে যদি ধাক্কা দিয়েই থাকে তারপর ওসি জাহিদুল কবিরের সাথে এএসআই সন্তু শীল প্রকাশ্য তর্কে জড়ানোয় উপস্থিত সবাই বিষ্মিত হয়েছেন৷ নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা জানান, এই অপ্রিতিকর ঘটনার পর শিক্ষা উপমন্ত্রীর উভয়কে পাশের একটি রুমে নিয়ে যান৷ বৃহস্পতিবার রাতে এ ঘটনায় কোতোয়ালি থানায় জিডি করেন ওসি। একই সাথে বিষয়টি অভিযোগ আকারে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের কাছে জানান ওসি।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print